পাটুলীপাড়া হিফজুল কোরআন মাদ্রাসা


১৯৪৩ সালে পাটুলীপাড়া হিফজুল কোরআন মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী কোরানে হাফেজ হয়ে বেরহন। তারা দেশের বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন।

অত্র প্রতিষ্ঠার যেসকল সুযোগ সুবিধা আছেঃ
১। মক্তব বিভাগ
২। হেফজ বিভাগ
৩। কিতাব বিভাগ
৪। প্রাইমারি বাংলা বিভাগ
৫। কম্পিউটার ট্রেনিং বিভাগ।

গরীব ও এতিম শিশুদের জন্য আছে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। আপনি আপনার শিশুকে মাদ্রাসায় পাঠান। ও পরকালের কাজে লাগান।

- Copyright © PATULIPARA - Patulipara - Powered by EMSBD LTD. - Designed by Emdad -